আমি এক ববঘুরে পথিক,
ঘুরে ঘুরে ফিরে বেড়াই দিগ-বিদিগ|
এখানে ওখানে অলিতে গলিতে,
কিংবা নদীর মোহনার ধারে|
সন্ধ্যার আকাশে যখন শোক তারা জাগে,
চলে আসি তখন কংকট মরু ধারে,
দেখিতে চাই মরু স্নানে সিক্ত চঁ!দ টারে|
আমি এক ফেরারি পথিক ঘুরে বেড়াই দিক-বিদিগ,
সকাল থেকে সন্ধ্যা,
চলে আমার অক্লান্ত পথচলা|
আমি এক পথহারা ফেরারি পথিক|