আগামীর প্রতি
        সুদীপ সিনহা
দূর হতে শুনি,বিদায়ের কলধ্বনি,
এসেছে সময়,বুকে জাগে ভয়,
ভুলি তবু শোক,দুখ, তাপ ,লয়,
বুক পেতে নিই,সব নূতনেরে,-নূতনের আগমনী।


এসো হে নুতন,আমি পুরাতন,
চলে যাব, আমি ,জানি অতি ত্বরা,
এসেছে দৈন্য, মৃত্যু ও জরা,
দিয়ে যাবো তোমা,যা কিছু গোপন।


করহে রোপন,সুপ্ত বীজেরে,
অন্তর করো,উর্বরময়।
সকল প্রকৃতি, দেবে যে অভয়,
করহে স্থাপনা,তুমিই নিজেরে।


উচ্চ করহে,আপনা তোমারে,
ক্ষুদ্র প্রেমের,শুদ্রামি ছাড়।
জীবনেরে দাও,সেরা উপহার,
সত্যের পথে ,রাখ আপনারে।


আপনার মাঝে,দেখ হে আপনা,
এ জগৎ মাঝে,তুমি কোন জনা।
শেখাও, দেখাও তব গুণপনা,
অন্ধের ঢুলি, রেখোনা, ঢেকোনা।
কামারদা।।18/04/19