আজি ঝর ঝর বাদর দিনে
   সুদীপ সিনহা
বৃষ্টির কানে কানে,কোন কথা ওগো আজ,
একা একা,মন মোর, বলে যায়।
হৃদয়ের আঙিনায়,ময়ুর যে করে নাচ,
কুলু কুলু হাওয়া বুঝি,বয়ে যায়।


ঝিরি ঝিরি বৃষ্টিরা করে নাচ,
মন বলে,উড়ে যাই,সুদূরে।
বৃষ্টিতে জানলায়, ভেজা কাঁচ,
দূরে ওই বাঁশি বাজে,কি সুরে।


রিমি ঝিম,রিমি ঝিম নৃত্যে,
চিত্ত যে ,নিদারুন চঞ্চল।
উড়ে যাই, অসীমের বৃত্তে,
ছুঁয়ে যাই, মেঘেদের অঞ্চল।


ঝর ঝর মধু ,এই বাদলে,
এসো মোর, আপন সে এখনি।
তব ছায়া,দেখি মেঘ আদলে,
তব প্রেমে পূর্ন এ লেখনী।
মেছেদা।।19/06/19