আমি
     সুদীপ সিনহা
আমার কথাই ভাবি আমি,
তোমার কথা নয়।
আমার কোনটা চাই যে দামী,
কোনটাতে খুব ভয়।


কোনটা আমার পছন্দসই,
কোনটা ভীষণ বোরিং,
কাকে আমি পাতাবো সই,
কার প্রেসেন্স টা রোরিং।


ঘরবাড়ি সব আমার যত,
আমায় ঘিরে সব কুছ।
জীবন হবে ফুলের মতো,
হাঁটাও কাঁটা, বা সুঁচ।


এগিয়ে চলা,কিংবা পিছে,
তর্ক কিংবা যুক্তি,
আমি ছাড়া সবই মিছে,
আমার পরেই মুক্তি।


মন্দিরেতে গিয়েও দেখি,
আমার হয়েই চাই।
আমি ছাড়া সবই মেকি,
চাইযে আমারটাই।


যত সম্মান আমারই চাই,
ভালোবাসা ,সম্পদ।
খুঁজে দেখি,কিছুই তো নাই,
দেয়না যারা সব বদ।


দিইনা কিছু,চাই শুধু চাই,
এইতো জীবন রঙ্গ।
কত চাইলাম,কতটা পাই,
এতেই আশা ভঙ্গ।


চাইলে কিছু দিতেও পার,
আটকায় কে দিতে।
সম্মান যদি না জোটে আর,
সম্মান দাও ফ্রি তে।


দেখবে কেমন জীবনটা খুশ,
ভীষন লাগবে ভালো।
বুকের মধ্যে কি জৌলুস,
করবে জগৎ আলো।


শান্তি পাবে,সুখও পাবে,
দুঃখ হবে সব শেষ।
পরের জন্য যে জন ভাবে,
তার হবে ঠিক উন্মেষ।


18/03/19 মেছেদা।