আয়নার মুখ
      সুদীপ সিনহা
আপন হতে ,এসো বাহির হয়ে,
থেকো না আর,রুদ্ধ দুয়ার ঘিরে।
সময় দেখ,যায় যে কেবল বয়ে,
এদিন তোমার,,আসবে নাকো ফিরে।


ভাবছো শুধুই,এইতো সকাল হলো,
আজ নাহলে,কালকে যাবে করা।
এই বাহানায়,সময় বহে গেলো,
কালের ঘরে,শূন্যে হলো ভরা।


এই ভাবেতেই, কেউবা বসে থাকে,
কেউ বা দোষে,আপন ভাগ্যফলে।
সময় থাকতে, কেউ বা গুছিয়ে রাখে,
কারো সময়,যায় যে ফেলা জলে।


মানুষ কিন্তু, দিব্বি মুখোশ পরে,
দুর্বলতা, নিপুন হাতে ঢাকে।
সবাই জানে,অন্যে মুখোশ ধরে,
তবু মুখোশ,নানান  ঝুলিয়ে রাখে।


নিজের কাছে,নিজেই মুখোশ ধরে,
লক্ষ রাখে,বাঁধন যেন না খোলে।
জীবন প্রভা,যখন যায় গো সরে,
মুখোশ তখন ,কার জন্যে ঝোলে।


আয়নাতে আজ,মুখোশ তো নয়,
নিজের মুখটা দেখো।
জগতে তোমার, কি পরিচয়,
প্রমান তাহার ,রেখো।


নিমতউরি।।11/02/20