বন্দি ঘরে
       সুদীপ সিনহা
বন্দি ঘরে করোনাতে,
ভাইরাসেতে মারছে ভাতে।
দুরুদুরু কাঁপছি ভয়ে,
খবর শুনি ছটপটিয়ে।
আতঙ্কেতে দিন যে কাটে,
বন্দি গৃহের ক্লোজ কপাটে।


বন্দি ছেলে,বন্দি মেয়ে,
বন্দি ঘরে,উঠছি গেয়ে।
বেসুরো গান ,যেন কেকা,
বেতালেতে দিচ্ছি ঠেকা।
একমনেতে যাচ্ছি লিখে,
আঁকছি ছবি,মাউস ক্লিকে।


আঁকছি ছবি,স্তব্ধ দেশ,
শহর, নগর দূর ,বিদেশ।
ভাইরাসেতে করছে কাবু,
নিস্তার নাই,বিবি -বাবু।
বেসামাল নয় হালটা ধরো,
লক ডাউনকে আপন করো।


নিজেও বাঁচো,বাঁচতে দাও,
বাড়ির বাইরে,মাস্কটা নাও।
ছোঁয়া ছুঁয়ি বাঁচিয়ে যাও,
জটলা থেকে দূর হটাও।
হাত পা ধোও ,মুখটিও,
মাস্ক ও শোধন ,করে নিও।
বিনা কারণে,ঘরের বার,
যেওনা কিন্তু, খবরদার!!!
হলদিয়া।।08/03/20