বয়স হলে,আরাম খোঁজে,
আরাম খোঁজে,বয়স হলে।
চোখটি বুজে,আরাম খোঁজে,
আরাম আসে,চোখের কোলে।


চোখের কোনে জমে বালি,
শুকনো মরা,ধুলির স্তরে।
চোখের তলায় ,জমে কালি,
জমা স্মৃতির মলিন ঘরে।


চোখের কোনে,জমে ছায়া,
কেমন যেন,দূরে দূরে।
চোখ দুটোতে ,কেমন মায়া,
বাজিয়ে ফেরে,করুন সুরে।


চোখের কোনে জলও আসে,
সুখ দুঃখ,স্মৃতির জমায়,
চোখের কোনে দৃষ্টি মুছে,
জীবন বুঝি,আয়ু কমায়।
20/06/17