বৃষ্টি ও প্রেমিক
    সুদীপ সিনহা
বৃষ্টি এসে বললে সেদিন,
এই যে শোনো, ছেলে।
কিসের এত আনন্দ গান,
গাইছো অবহেলে।


কিসের এতো নৃত্য তোমার,
চিত্তে এতো খুশি।
ছুটছো এমন,এদিক ওদিক,
দেখছি অহর্নিশি।


আমি বললাম, তুমিই কারন,
তোমার জন্যে গাই।
তুমিই প্রেমের বশিকরন,
তোমার তুলনা নাই।


প্রানের মধ্যে স্বপ্নবাসর,
যৌবনে উচ্ছাস,
বৃষ্টি তুমি,সুখের আসর,
প্রেমের বারোমাস।


মেছেদা।।21/06/19