বৃষ্টি ভিজছে
          সুদীপ সিনহা


বৃষ্টি ভিজছে মাঠ
বৃষ্টি ভিজছে মাটি।
বৃষ্টির চৌকাঠ
আনন্দে পরিপাটি।


বৃষ্টি মাখছে গাছ
বৃষ্টি নাচছে জলে।
বৃষ্টি ভেজায় কাচ
চশমা নিয়েছি খুলে।


বৃষ্টি ভেজায় গান
শিহরন লাগে বুকে।
বৃষ্টি তোমার দান
জীবনের সম্মুখে।


বৃষ্টির ঝোড়ো হাওয়া,
মনকে হারাই দূরে।
বৃষ্টিকে ফিরে পাওয়া,
বুকের গোপন সুরে।


বৃষ্টির কানাকানি
সৃষ্টির কিছু কথা।
বৃষ্টির দোলাখানি
হৃদয়ের মুখরতা।


বৃষ্টি তুমি কি জানো,
তোমার জন্য কবি।
বৃষ্টি তুমি কি মানো
বুকভরা জলছবি।


বৃস্টি তুমি যে ঝরো,
কান্না না সেটি হাসি।
যাই হোক প্রিয়া আমারও
তোমাকেই ভালোবাসি।


আঁধার কালো কেশে
তব বিদ্যুৎ লতা।
গরোজি উঠিছে হেসে
প্রেমের কাব্য গাথা।


বৃষ্টি মানেকি প্রেম,
নাকি প্রেমের একটি রূপ।
বৃষ্টি ভিজে পেলাম,
অনেক প্রেমের স্তুপ।


বৃষ্টি ভিজছে সবাই
মাঠ জঙ্গল জলে।
বৃষ্টি ভিজেকি হায়
প্রেম হয় অবহেলে।


নাহয় না হলো প্রেম,
বৃস্টি যায়না মিছে।
বৃষ্টি তোকে দিলেম
আমার যা কিছু আছে।


বৃষ্টি ঝরছে সবাকার
কেউ মাখে কেউ ঢাকছে।
কারো জীবনটা দুর্বার
কেউ গৃহকোণে কাঁদছে।


কারো জীবনের অর্থ
বৃষ্টির সাথে খুঁজছে।
কেউ বা অন্ধ ব্যার্থ,
অজুহাতে মুখ মুছছে।


আমি বৃষ্টির অভিলাষ
উপহার সৃষ্টির কাব্যে।
হৃদয়ে তে বৃষ্টির অধিবাস
বান ডেকে বৃষ্টিটা নাববে।


------চৈতন্য পুর-----