বৃষ্টির সন্ধ্যা
সুদীপ সিনহা
বৃষ্টি মুখর,সন্ধ্যা এমন,এমন মধুর ক্ষন,
এমন মধুর,ঝিল্লি মুখর,বর্ষার আলাপন।
রিমি ঝিমি ঝিম,শ্রান্ত অসীম,অনাবিল বারিধার,
শীতের শেষের,কালবোশেখের, ভিজে যাওয়া উপহার।


জিজছে আকাশ,ভিজছে পৃথিবী,ভিজে যাক মরুভূমি,
সকল ক্লান্তি ,ভিজে যাক আজ,ভিজে যাই তুমি আমি।
বৃষ্টি বাদরে, উষ্ণ চাদরে,এসো দুজনায় হেথা,
সব অভিমান, মুছে ফেলি আজ,মুছে দিই মলিনতা।


শোনো শোনো ,চুপ,বৃষ্টির গান,বাতাস আনছে বয়ে,
ঝাপটে ঝাঁপিয়ে,দৃষ্টি কাঁপিয়ে,কি বলে নির্ভয়ে।
সুর দেয় তালে,এ ডালে ও ডালে, কোন সে ঝড়ের রূপ,
গেয়ে যাক ওরা,সুরের লহরা,আমি করে আছি চুপ।


এত বৃষ্টিতে, চাতকিনি তোর,গলা কেন ফেটে কাঠ,
উড়িস আকাশে,গাস উপহাসে,মেঘমল্লার ঠাট।
সন্ধে হল যে,বৃষ্টির ফোঁটা,ক্রমশ পড়ছে জোরে,
জানলার ধারে, ভিজছো কেন হে,ভেতরে এসো না সরে।


আজ সারারাত, আসুক বর্ষা,ফর্সা না হোক দিন,
আঁধারে আঁধারে ,ভরে থাক সব,আলো হয়ে থাক ক্ষীণ।
বর্ষার দেশে ,থাকি কয়দিন, ভিজে যাই ভালোবেসে,
হারিয়ে যাব কি বর্ষার সাথে,মেঘ বালিকার দেশে।
নন্দকুমার।।27/02/19