বৃষ্টিতে হইচই
     সুদীপ সিনহা
ধেয়ে এলো বৃষ্টি,একরাশ হইচই,
একি অনাসৃষ্টি,বল দেখি ছাতা কই।
সারাদিন কড়া রোদ, বেশ ছিল ঝলমল,
সন্ধেতে অবরোধ,ঝড় এলো খলখল।


শনশন, ওই শোন, হাওয়াদের লমফ,
হুড়হাড় দুদ্দাড়, একি ভূমিকম্প।
গুরুগুরু গর্জন,কি বলে গো মেঘরাজ,
বৃষ্টিতে ভেজাবে কি,আর কোনো নেই কাজ।


ওই এলো বৃষ্টি,ঝমাঝম,ঝমঝম,
কি করে ফিরব বাড়ি,একটু তো হোক কম।
জলের ঝাপটা লাগে,শিরশির আহারে,
দুলছে বনের শোভা, অপরূপ বাহারে।


অশান্ত প্রকৃতি,এবে হও শান্ত,
ফিরতে হবে যে বাড়ি,আমি বড়ো ক্লান্ত।
ব্রজলালচক।।09/04/19