চাই ভালোবাসিবারে
      ।।সুদীপ সিনহা।।
ভালোবাসার নামে যদি তুমি,
শপথ করতে বলো,
বলবো,তুমিই আমার শপথ।
তুমিই আমার পথ,
অপথ,বিপথ,শপথ সব তুমি।
আসলে তোমার সামনে,তোমাকে ছাড়া,
আর কোনো পথ, দেখতে পাইনে আমি।
তুমি বলবে এসব বাড়াবাড়ি,
কেবল তোমার তোষামোদ।
আমি বলবো,আমি কবি হয়েছি,
শুধু তোমার জন্য।
আমি শিল্পী হয়েছি,
শুধু তোমার চোখের দিকে তাকিয়ে।
আমি মগ্ন হয়েছি,
তোমার ওষ্ঠাধারে।
আমি পাগল হয়েছি,
তোমার আলিঙ্গনে।
তুমি আমায় পথ দেখিয়েছো, বাঁচার,
আবার মরেছিও,
সে তোমার জন্যে।
আরো মরতে রাজি আমি,
হাজার জনম।
বেঁচে উঠবো,ঠিক,
আরো হাজার জনম।
শুধু ,তোমার বুকে মাথা রেখে,
মরে যেতে চাই বার- বার।
অনন্ত ঐশ্বর্য, অনন্ত সুখ,
শান্তির অন্বেষণে-
আমি খুঁজে পেয়েছি,
সে শুধু তোমাকেই।
তাই যুগে যুগে,চাই-
আরো ভালোবাসিবারে,
হৃদয়ে- হৃদয়ে,ওষ্ঠে-অধরে।
30/11/20