চলো পাল্টাই
         সুদীপ সিনহা
নষ্ট সুখ, স্পষ্ট দুখ
গোখরো নাগের পিঠ চাবুক।
আচ্ছে দিন,বদলে নিন,
কালো টাকায়, অনেক ঋণ।


জীবন কম,নিচ্ছি দম,
বাজার কিন্তু ,বেশ গরম।
উল্টো রথ,নিন শপথ,
গতি কিন্তু, ভীষণ শ্লথ।


ভার্চুয়াল ,রোজ সকাল,
রাতজাগা চোখ,থাকছে লাল।
জীবন চাইছে, মোর এন্ড মোর,
কাটছে না কেন ,ঘুমের ঘোর।


এলার্ম পাই,স্নুজ দাবাই,
ঘুমিয়ে খানিক ,থাকতে চাই।
নিচ্ছি রোজ,ড্রাগের ডোজ,
লেট নাইটে ,উষ্ণ খোঁজ।


পেশায় ,নেশায় হচ্ছি লীন,
করুন ক্লিন,ভোটটি দিন।
বাঁচার আশা, হচ্ছে কম,
ফুরিয়ে আসছে,চাবির দম।


এবার পাল্টাই,পাল্টে যাই,
বন্ধু পথে আজ,তোমায় চাই।
লাল নয় ,নীল নয়,হাতটি ধর,
পাল্টে যাবার শপথ কর।
রাধামনি।।11/04/19