চিঠি দিলাম
           সুদীপ সিনহা
চিঠি দিলাম লাল মোরগের ভোর জাগানোর সুরে,
   চিঠি দিলাম ঊষার আলোয়,রঙ্গিন হাসির জোরে।
      চিঠি দিলাম বালুর চরে ,চখাচখির ভিড়ে
           চিঠি দিলাম ,নদীর ঢেউয়ে,নাও ভিড়েছে তীরে।


                          দিলাম চিঠি গাং শালিকে,পানকৌড়ির দলে,
                       দিলাম চিঠি ফলগুধারায়,উজানে হিল্লোলে।
                      চিঠি দিলুম ,কিচির মিচির বাবুই পাখির বাসায়,
                    চিঠি দিলুম ,তালের পাতায় বুনট নকসা খাসায়।


চিঠি দিলুম ,বর্ষা ক্ষেতে, সবুজ হবো বলে,
  চিঠি দিলুম,গুরুগুরু মেঘের কলরোলে।
   আকাশ জুড়ে ,মেঘের কাঁদন, গুরুগুরু দেয়া
      উদাস বাতাস আনছে বয়ে, মিষ্টি গন্ধে কেয়া।


                        চিঠি দিলাম শীতের রোদে,মিঠি মিঠি আলো,
                       চিঠি দিলাম,বসন্ত ফুল,বাসব তোরে ভালো।
                      চিঠি দিলাম সুনীল আকাশ,মেঘের ফাঁকে ফাঁকে,
                      চিঠি দিলাম,আকাশ পথে ,পাখির ঝাঁকে ঝাঁকে।


         কত রকম ,ছড়ায় গানে,কতরকম আঁকায়
      কত রকম ,ভালোবাসা এবং ভালোলাগায়।
  চিঠি দিলাম সবার তরে,আমার কথা রেখো
ভালোবেসো তোমরা সবাই, ভালো হয়ে থেকো।
                        24/12/17 মুকুন্দপুর।।।