ছড়ার আমি ছড়ার তুমি
                 সুদীপ সিনহা
ছড়ার কথা শুনবে নাকি?
গুনবে ছড়ার নামতা  কি?
ছড়ার সাথে ছুটবে নাকি?
ছড়া ছাড়া, সব ফাঁকি।


          ছড়ার প্রাণ যে ,রবির গানে,
           ছড়ার রাজা সুকুমার.
           ছড়ায় ছড়ায় ,ছড়িয়ে আছে
          হাজার প্রাণের উপহার।


ছড়াকার যে ছড়া নিয়ে,
ঘুমিয়ে থাকেন ,কচি প্রাণে,
সকল শিশু, ঘুমে জেগে,
ছড়ায় মাতে ,সকল খানে।


            ছড়া তো নয় ,পালকি চাপা,
            নয়তো রেলের, কু- ঝিক ঝিক,
            ছড়া নিজেই, ছুটতে পারে,
            ছড়ার গাড়ি ,ছুটছে ঠিক।


ছড়ার আমি ,ছড়ার তুমি
ছড়া যাহার, কথায় নাই,
ছড়ার বাহার, বইয়ে তাহার
জীবনখানি, গড়া চাই।
---///////--------/হলদিয়া/------///////--