দেদোল দোল
   সুদীপ সিনহা
আজ আবীরে আবীরে, রঙের শোভায় উত্তোরোল,
দেদোল দোল।
রঙের বাহার,নাইকো যাহার,
তাহারে তোল,
দে দোল দোল।


আজ এসেছে হোলি,
এসেছে প্রানের পরে।
এই দুনিয়া হবে যে রঙিন,
সব্বার ঘরে ঘরে।
প্রাণের বাসনা মিটিয়ে আজিকে ,মুখটি তোল।
দেদোল দোল।


রঙে রঙে আজ মিটিয়ে দে রে ,সকল মান,
দুঃখ যাতনা,পড়ে থাক পিছে,
সব সমান।
নতুন রঙে সাজুক পৃথিবী ,সাজুক ঘর,
এসো রং খেলি,আবীর গুলালে,
হাতটি ধর।


ভালোবাসা আজ মেলুক ডানা,
রঙে মিশে যেতে নাইকো মানা।
আজ ,দূরে যাবি চলে,
প্রেমের আঁচলে,
সুখের রোল,
দেদোল দোল।


হিংসা ভুলব,আজ থেকে মোরা,
ভুলে যাব অভিমান,
হে সর্ব শক্তিমান।
ভালোবাসা দিয়ে খেলিব হোলি,
এসো ভালোবেসে দোঁহে পথ চলি,
শপথ করি হে এক হয়ে রব,
আজ সকল,
দেদোল দোল।
মেছেদা।।19/02/19