দুই সখা
।।।সুদীপ সিনহা।।
ছিল দুই বন্ধু, হরিহর আত্মা,
দুজনের খুব ভাব, নেই তার মাত্রা।
এক সাথে চলা ফেরা,
একসাথে ঘোরা।
সারাদিন একসাথে,
মানিক সে জোড়া।


একদিন দুইজন,
পশিল গহন বন।
দুই ধার ঘন কালো,
দেখাও যায় না ভালো।
তারি মাঝে দুইজনে,
চলিছে আপন মনে।
হটাৎ তাকিয়ে দ্যাখে,হায়!
ভাল্লুক,কি করে উপায়!
দুইজনে হতবাক থমকে,
পিলে ওঠে,ভয়ানক চমকে।
এরই মাঝে একজনা,
তার যে আছিল জানা,
কিভাবে ,গাছে হয় চড়তে,
ভালুকেতে ,পারবেনা ধরতে।
তাড়াতাড়ি উঠে যায় গাছেতে,
ভালুক আসিয়া পড়ে কাছে তে।
আরজন অসহায় একাকী,
মনে ভাবে,খেয়ে গেল ধোঁকা কি?
মনে আসে, শুনেছিল ভালুকে,
মরা জীব ছোঁয় না তো,তালুকে।
তাই সে যে মৃতপ্রায়,
শুইল ভূমিতে হায়।
ভালুক আসে খুব কাছে যে,
শুঁকে ভাবে ,মরা কোন প্রাণী সে।


ভালুক শুঁকিয়া যবে ফিরে যায়,
গাছের বন্ধু এসে বলে হায়।
ভালুকে কি কথা কয়, ওরে ভাই,
তাড়াতাড়ি বল দেখি ,শুনি তাই।


সে যে বলে ,শোন ওরে দুষ্ট,
ভালুক হয়েছে খুব রুষ্ট।
যাইবার কালে ,সে যে বলে যায়,
দুষ্ট বন্ধু যত ,ত্যাজ হায়।
যে হবে আসল সাথী সময়ের,
অসময়ে যাবে না তো সরে ফের।
সেই হবে বন্ধু,যে চিরকাল,
বাকি সব বৃথাই সে, ভুলভাল।
।।10/01/22