একুশের ডাক
              সুদীপ সিনহা
আমার ভাইয়ের রক্তে রাঙানো,একুশে ফেব্রুয়ারি।
শত জমা ক্ষোভ,বুকের বুকের পাঁজরে, জমে আছে সারি সারি।
                    শত শহীদের হাহাকার ধ্বনি,
                   পাচ্ছি শুনতে, আমি যে এখনি।
শত শত শিশু মার কোল ছাড়া,
পথের ধূলিতে রক্তের ধারা,
                  কতটা শোধিতে পারি,
                   ওগো একুশে ফেব্রুয়ারি।
মায়ে ,বোনেদের লুটিল লজ্জা ,
শত ভায়েদের অস্থি মজ্জা।
                       মানবিকতার লুটিল স্বরূপ,
পথে পথে জমা মৃতদের স্তুপ,অন্যায় মারামারি,
                      সে যে একুশে ফেব্রুয়ারি।
হায়রে জীবন ,হায়রে তিয়াসা,
দাবিতে অটল,ছাড়ব না ভাষা।
                   ধন্য বাংলা, ধন্য আবেশ,
                   ধন্য বাংলা ,বাংলার দেশ।
অমর শহীদ,মা ভাই বোন,
রক্তেতে ধোয়া মোর প্রিয়জন।
            জেগে ওঠো আজ নতুন আলোতে,একুশে ফেব্রুয়ারি।
              সেলাম সেলাম তারই।
কাপাসবেরিয়া।।20/02/19