এলোমেলো
  সুদীপ সিনহা
এলোমেলো আকাশ বাতাস,
এলোমেলো মন।
এলোমেলো চিন্তা ধারায়,
আরো কিছুক্ষণ।


এলোমেলো আচার বিচার,
এলোমেলো -কথা।
এলোমেলো ঘটনা সব,
ব্যার্থ মুখরতা।


এলোমেলো আনাচ কানাচ,
বৃষ্টি এলোমেলো।
এলোমেলো কথার ছোঁয়াচ,
মনটা বদলে দিল।


এলোমেলো সকাল বিকেল,
এলোমেলো- রাত।
এলোমেলো জীবন যাপন,
কিন্তু হাতেই হাত।


এলোমেলো ,তুমি আমি,
এলোমেলো সুখ।
এলোমেলো ,সস্তা দামী,
বাড়ছে মনের ভূখ।


এলোমেলো হাজার হিসেব,
এলোমেলো পথ।
তোমার দুচোখে চোখটা রেখেই,
খুঁজছি ভবিষ্যত।


তুমি তুমি,তুমি তুমি-
এলোমেলো সব।
তোমায় ছাড়া  মরুভূমি,
সবই অসম্ভব।


তাই তোমার জন্যে কান্না করি,
তোমার সুখে গাই।
তাই ,তোমাকে চাই ও সুন্দরী,
শুধু তোমাকেই চাই।


রাধামনি।29/04/19