ফিরে আসা
সুদীপ সিনহা
আজকে তপ্ত চিত্তটিরে
শান্ত করো হৈম নীরে।
ধ্বংসলীলার অংশ নিতে
কংস নাচে দংশনেতে।
রুদ্ধ কায়ায় বৃদ্ধ জরা
কাঁদছে এখন বন্ধু হারা।
আজকে চিত্ত বিত্ত জয়ী
সন্তানাদি লাস্যময়ী।
জীবনযাপন রক্তক্ষয়ী
ডুবলো যে চাঁদ মধুক্ষয়ি।
তোমরা ভাবো আবার খাবো
রক্ত ক্ষুধায় মন ভরাবো।
আদিম রিপুর মস্ত থাবা
তারই পূজায় ন্যাস্ত বাবা।
আমরা যারা সর্বহারা
দুঃখিরাতের অন্ধ কারা।
দুঃখ সহার সব কিনারা,
অতিক্রান্ত। মুক্তধারা।