গল্পবুড়ো
      সুদীপ সিনহা।
ছোট্ট খোকা ,ছোট্ট খুকু,
ছোট্ট ছোট্ট ফুলগুলি।
ফিঙে ,কোকিল, ময়না ,টিয়ে,
বনের ছোট্ট বুলবুলি।


আয়রে তোরা খেলবি যদি,
আমার সাথে এক্ষুনি।
রূপকথাতে জমিয়ে ঠাসা,
গল্পবুড়োর এই ঝুলি।


কি রূপকথা চাই বলোনা,
দত্যি ,দানো রাজকুমার।
অচিনপুরের দোলনকুমার,
রাজকুমারীর চন্দ্রহার।


সব রয়েছে এই ঝুলিতে,
ঝুলিয়ে বাহির,চাই গো চাই!
খুঁজছো যা যা সবই পাবে,
হেথায় কিছুর অভাব নাই।


স্বপ্ন দেখতে পাও যদি ভয়,
স্বপ্ন দেখার সঙ্গী নাই!
স্বপ্নপুরীর স্বপন কুমার,
হাতছানিতে ডাকছে তাই।


যায় ছুটে যায়,কাঁপিয়ে আকাশ,
কলরোলের কল্লোলে,
হাল্কা হাসির বাঁধ খুলে আজ,
আনন্দে আর হিল্লোলে।


গল্পবুড়ো সঙ্গী আছে,
বলতে গল্প রাতটি ভোর।
আয় ছুটে আয় ছোট্ট সোনা,
গল্পবুড়োর হাতটি ধর।