হাওয়াদের গান
        ।সুদীপ সিনহা .
হাওয়াদের বাড়ি নেই,
হাওয়াদের গাড়ি নেই,
দাঁড়ি নেই নদীপথে চলতে,
ছল ছল কত কথা বলতে।


হাওয়াদের সুখ নেই,
হাওয়াদের দুখ নেই।
কান্না কি হাসি আছে মনেতে,
ডাক ছাড়ে, তাই ক্ষনে ক্ষনেতে।


হাওয়াদের ব্যাস্ততা হরদম,
ছুটে চলে,সময় যে খুব কম।
সময়ের সাথে সাথে,ছুটে চলে দিনে রাতে,
পাতার নূপুর বাজে,ঝমাঝম।


ছুটে চলে,নদী, নালা ,পুকুরে,
সন্ধ্যা ,সকালে কি দুপুরে।
সমুদ্র ,পর্বত,--জঙ্গলে,আকাশে,
ঝিরিঝিরি,ঝর্ণায়,বাজে জল নূপুরে।


খোকা খুকু দোলনায় ঘুম যায়,
বিড়াল, কি কুকুরেরা তন্দ্রায়।
হাওয়া দেয় গরমেতে,আরামে,
ওই খুকি শান্তিতে,ঘুম যায়।


হাওয়া যায় সমুদ্র মাঝারে,
কালবোশেখির সুরে,হাওয়া গান গায়।
হা হা হা হা হুঙ্কার,
তছনছ লীলাখেলা খেলে যায়।


মুছে দেয় ,সৃষ্টির রচনা,
লিখে যায়,ধ্বংসের বচনা।


ক্রমে ক্রমে থামে সব,
শোনা যায় জীবনের কলরব।
সমুদ্র উঠে দুলে,বাঁকা চাঁদ পড়ে ঝুলে।
শুরু হয় হাওয়াদের উৎসব।


সময় অন্তহীন,অফুরান সন্ধান,
সব খানে,সব স্থানে
জীবনের জয়গান।
নেই কোনো বাধারে,যেথা খুশি যাবিরে,