যেভাবে তুমি
     সুদীপ সিনহা
যেভাবে গুমোট তুমি আমার আকাশ।
আমাদের  রূপকথা জুড়ে।
রূপকথা,একরাশ,এলোমেলো উড়ো মেঘ,
ধূপছায়া, এলো শাড়ি পরে।
এলোমেলো নৃত্যে,অচেনার বৃত্তে,
এভাবেই আনাগোনা চলছে।
তবুও চোখের ঘুম,
গুমোটেতে নিঃঝুম,
বর্ষার সুখ পাবে বলছে।


বর্ষার সুখ পাবে,ভূখ তাই সারাদিন।
সারাদিন ,ছায়াহীন প্রান্ত।
তপনের দাবদাহে শ্রান্ত।


গুমরি গুমরি ক্ষীণ।
এভাবে কি কাটে দিন।
এভাবে কি চলা মুখ থুবড়ে?
গরমেতে খায় বুঝি খুবড়ে।


হাঁফ ধরে,হাফ বাঁচা চিত্তে।
হাতাহাতি গুমোটের বৃত্তে।
সারাদিন হাঁটাহাঁটি ,
তবু তারই হাত ধরে,
বিরহের বেমালুম ভৃত্যে।


হয়তো মিলন হবে বরষায়।
একদিন কালো মেঘে,
ছায়াখানি দেবে ঢেকে।
চিত্ত শান্ত হবে সহসায়।


এই নিয়ে খেলা চলে কেবলই,
গুমোট ,গুমোট নাতো,
বিরহের কাকলি।
প্রিয়ার মিলন লাগি,
আর কতো কাল জাগি,
এসো ,বরষণ এসো,না বলি।


ঝরঝর ঝরঝর,দুজনে
আমরা বাঁধিব ঘর,দুজনেই।
দুজনে মিলিব সখী,
চাতক -চাতকি সেকি,
গাইব মিলিব পাখা,
আনন্দে আর কুহু কুজনেই।
রাধামনি।26/04/19