জীবন যাত্রী
      সুদীপ সিনহা
                আনন্দ হরসিত দিগন্ত যাত্রী,
                অনন্ত পথে পথে , ঘুরি দিন রাত্রী।
কখনো দিনের আলো,
কখনো রাতের কালো।
               তবু ভালো লাগে, বেশ আনন্দ দাত্রী।


               আনন্দ আসে রোজ,প্রভাতের আলোতে,
               সন্ধ্যার মেঘমালা,মায়া ভরা কালোতে।
যদিও দুঃখ আসে,
কখনো দীর্ঘ শ্বাসে।
               তবু রোজ জোনাকিরা,আসে মন ভোলাতে।


               জানি জানি আছে রোজ,সংসারে খাটুনি,
               খেটে খেটে ,হেঁটে হেঁটে, কত সুর যে বুনি।
দুঃখ ক্ষোভের সুরে হাসে কত লেখনী,
কত রং,কত সুর,কিছুই তো দেখনি।
                দেখুক বা না দেখুক,মালা গেঁথে পাই সুখ,এখনই।


               আনন্দ খুঁজে যাই জীবনে,
               জীবনে জীবন দিয়ে যেমনে,
দুঃখ সুখের মাঝে,
তাইতো জীবন বাঁচে,
               জীবনের পথ জোড়া ভ্ৰমনে।