জীবন মানে
        সুদীপ সিনহা
জীবন জানে ,বাঁচার মানে,
জীবন জানে মরা।
জীবন জানে,শৈশবকাল,
যৌবন কি জরা।


জীবন জানে,লড়াই করা,
জীবন জানে থামা।
জীবন জানে,চড়াই চড়া,
আবার খাদে নামা।


জীবন জানে,এগিয়ে চলা,
জীবন মানে ছোটা।
জীবন জানে,জীবন সাথী,
বন্ধু স্বজন জোটা।


জীবন জানে,প্রেম পিরিতি,
ঘর সংসার খেলা।
এই তো মোদের জীবন রীতি,
সুখ দুঃখের মেলা।


জীবন শেখায়,হিসেব নিকেশ,
কি পেলাম ,কি বাকি।
বিষাদ,প্রণয়,সুখের আবেশ,
সত্যি নাকি ফাঁকি।


জীবন শেখায়,মূল্য কি তার,
সার টি তাহার কত।
মূল্য বাড়াও, দাও জ্ঞান সার,
এই তো জীবন ব্রত।


অন্তিমে তে, জীবন যেন,
অমূল্য সে হয়।
এমন জীবন,মৃত্যু হলেও,
মৃত্যু সে তো নয়।
06/07/20