যুদ্ধ
               সুদীপ সিনহা


মেশিনগানের বুলেটে ঝাঁঝরা আমার ভাই,
                   মারছে যারা ওপর দিয়ে,
                    অনেক হিংসা ঘৃণা পিয়ে,
তাদের ঘরে কি ভায়ের মতন কেহই নাই?


এপারে পড়ছে জওয়ানের লাশ,
                  ঝাঁকে ঝাঁকে আসে গুলি।
                  অপারেও লাশ জমা হল যতগুলি,
তাদের মায়েরও বুক ফাটে না কি, আসেনা দীর্ঘ শ্বাস?


কেন এ যুদ্ধ ,এমন লড়াই তবে?
                 কেন এ মৃত্যু,আক্রোশ আর,
                  যৌবন কেন করে হাহাকার।
কোথায় পালালো মানবতা আজ,সন্ত্রাস বরাভবে।


কেন এ লড়াই ,কিসের জন্য?
                  ধর্মের রঙ নাকি অধর্ম,
                  নাকি রাজনীতি ,টাকার কর্ম,
যাই হোক ভাই,অতি জঘন্য, অতি জঘন্য।


শেষ হোক এই রক্ত পিপাসা,
                  শেষ হোক হানা হানি,
                   শান্তির রূপ আনি,
মোছাও উগ্র,অমানবিক রূপ,চরম সর্বনাশা।
                                  মেছেদা।।18/02/19