কিছুই তো নেই
       সুদীপ সিনহা
কিছুই তো নেই আমার কাছে
যা চেয়েছি, যা পেয়েছি।
মনের কোনে আশেপাশে
কি খুঁজেছি, কি নিয়েছি।


            কি নিয়েছি,নেবার ছিলো?
            কি জানি ভাই!
           কেমন যেন ,বদলে গেলো
            সন্ধান নাই।


সন্ধান নাই ,ইতিহাসের
প্রতিবাদের ,প্রতিদিনের।
সন্ধান নাই ,পরবাসের
ভালোবাসার ,স্মৃতি ঋণের।


           ঋণ করেছি,কি জানি তার,
           কোথায় লেখা,কেমনতর।
           মনের বীণায়, মেঘমল্লার,
           বৃষ্টি ধারায়, ঝরো ঝরো।


ঝরছে কেমন, ইলশেগুঁড়ি?
মুষলধারে, কি জানি তার।
স্বপ্ন শেষের ,যে পথ ধরি
কান্নাধারায় ,ছন্দবাহার।


            ছন্দে হারাই ,ছন্দে গড়ি,
           ছন্দ আমার ,জীবন যাপন।
           ছন্দে সুখে ,ছন্দে দুখে
           ছন্দে আমার ,মরন জ্ঞাপন।


জ্ঞাপন করব ,কার কাছে ভাই,
কে আর আছে ,আমার সুজন।
আমার যে আজ, কিচ্ছুই নাই,
পাক পাখালী,কুহু কুজন।


            কুহু কুজন ,মল্লার গীত
            বনের শোভা, মনের আলো।
            বসন্ত নেই ,শুধুই তো শীত
            কি ভাবে আর, বাসবে ভালো।


কি ভাবে আর, মনের গরব
সরব হবে ,আকুলতায়।
বিষণ্ণতায়, যেথায় নীরব,
নীরব প্রেমের, ছিন্ন গাথায়।


           এইতো জীবন,এইতো মরণ
           মাঝে কয়টি ,ক্ষণের মায়া।
          এইতো ঘুমে,এই জাগরণ
          এইতো আলো, এইতো ছায়া।


ছায়াছবি চিরকালীন,সারাবেলা
চলছে কতো।
লুকোচুরির ,কঠিন খেলা,
অবিরত।
            14/12/17 মেছেদা।।