কোন আনন্দে
            সুদীপ সিনহা।
কোন আনন্দে ফোটে যে ফুল,
       কেমনে বাতাস গন্ধে আকুল।
          আত্মহারা আমের মুকুল,
              কোন আনন্দে এত ব্যাকুল।


কোন আনন্দে ঘাসের আগায়,
           মুক্তো ঝরে শিশির সনে।
            কোন আনন্দে ছোট্ট কুঁড়ি,
                  অধর রাঙায় আপন মনে।


কোন আনন্দে ,ভোরের রবি,
            আকাশ পটে আঁকে ছবি।
                কোন আনন্দে অন্ধ বাউল,
                    গাইছে পথে  একলা কবি।


ভোরের পাখি আকাশ জুড়ে,
          ওই যে দেখো ভাসছে দূরে।
                    মেঘের পালক আসছে উড়ে,
                            ভাবছি বসে কোন সে সুরে।


রবির আলোয় জ্বলছে পাখা,
                 ছোট্ট পাখি,নাকি পরি!
                          আকাশ জুড়ে স্বপ্ন মাখা,
                             এক কণা কি ছুঁতেও পারি?


কোন আলেয়ার, কোন সে রূপে,
                  হচ্ছে হৃদয়,আনন্দময়।
                         আনন্দ আজ মেঘের স্তুপে,
                               এই লাবন্যে স্তব্ধ প্রণয়।


এই আনন্দ স্বর্গ হতে,
           উৎসারিত ঝর্ণা হয়ে।
                 এই আনন্দ দুঃখ ক্ষতে,
                    কোনও দিনও যায়নি ক্ষয়ে।


এই আনন্দ আগুন হয়ে,
         অন্তরে আজ আসুক বয়ে।
            বিপুল স্রোতে উৎসারিয়ে,
                      আসুক তুফান বৃষ্টি নিয়ে।


ভিজব আমি,ভিজবে তুমি,
         ভিজবে জগৎ সকলজনে।
                দুঃখ ,ত্রিতাপ ,মরুভূমি,
                      মুছুক সুখের গুঞ্জরনে।
রাধামনি।।15/02/19