কোথায় হারাই
  সুদীপ সিনহা
আনন্দ আজ পালিয়ে গেছে দূরে,
আনন্দ আজ, ভীষণই অচেনা।
দুখের বাঁশি,বাজছে ক্লান্ত সুরে,
সুখ নয় সে দুঃখ গেছে কেনা।


পেয়েছি দুখ, কিনেছি তাই দামে,
সুখের মুখোশ,হয়তো ছিল পরা।
কি আছে তার, বদলে যাওয়া নামে,
বন্যা আসুক,কিংবা আসুক খরা।


জন্ম থেকেই,দুখের সাথে বাস,
পিতা ,মাতা, কিংবা স্কুলের সাথী।
দিন যাপন কি ,প্রেমের বারো মাস,
জেগে থাকা,সকল দিবস রাতি।


আজ দেখি সেই,দুখের ছায়া খানি,
তীব্র ভাবে,আমায় ভীষন টানে।
কোথায় আমায়,নিয়ে যাবে জানি,
ব্যাথার মোচড়,কেন কে তা জানে।


চক্ষু বুজে,ভাবি শুধুই কি যে,
জানি না সে,কোন পথে যে চলি।
ছাড়িয়ে আমায়,হারিয়ে গেছি নিজে,
কোথায় যাবো,কাকেই বা তা বলি।
রাধামনি।।13/02/20