লেখালিখি
    সুদীপ সিনহা
লেখালিখি করা ভীষন শক্ত নয়,
কেউ কিখে ফেলে চটপট, কেউ ধীরে।
লেখার আগে,একদমই নয় ভয়,
লিখতে লিখতে,লেখার হাতটি ফিরে।


    হাতের সামনে সাদা প্যাড নাও দেখি,
    একটা কলম,সরু কিংবা মোটা।
    মাথার মধ্যে, ভাবনারে ফেলো আঁকি,
     অক্ষর দিয়ে এঁকে ফেল, গোটা গোটা।


সহজ হিসেব ,সহজ ভাবেই লেখো,
প্রথম লাইন,লিখে ফেলো প্রত্থমে।
দ্বিতীয় লাইন,টেনেটুনে লিখে রেখো,
দেখো ব্যাপারটা,আর নেই থমথমে।


       উলটো সোজা,ভাবনায় দাও মোড়,
       ঊষা গোধূলির, হয়ে যাক মেলামেশা।
       নিশা অমানিশা,পেরিয়ে হবেই ভোর,
       নতুন সূর্য্য, দিয়ে যাবে,ভালোবাসা।


ভালোবাসা কিসে,চিনতে হবেই ঠিক,
কি নিয়ে লিখব,নিজে নিজে করি স্থির।
সময়ের ঘড়ি,ওই চলে টিক টিক,
লেখা ঠিকই হবে,একটু বস না ধীর।


        সোলাট।।07/03/19