মা
সুদীপ সিনহা
শুধুই কি ছড়া কাটা                 ঘুমপাড়ানিয়া গান,
             শিয়রেতে জেগে বসা            বক্ষসুধার দান.
শুধু মুখে মধু কাঠি               বসন্তে পরিপাটি
                   কাজলেতে চর্চিত            আঁখিকোণে সুখ আঁটি.


অধরের হাসি লাগি              কত ভাবে চর্চা
                      কেসবাস চিক্কনে         হার মানে খরচা
খাঁদা নাক টিকালোর                কত করে চেষ্টা
                  কান্নার নিরসনে                  হতাশায় শেষটা.
এটা খাও, ওটা খাও                  সেরা যাহা কিছু পাও
              ভালো জামা ভালো জুতো                   বেটা মোর ওমরাও
নিজে তুমি নাহি খাও                 শিশু মুখে তুলে দাও
                   সেই শিশু বাড়ে   ধীর             আহ্লাদে অস্থির.


মা আজ বিছানায়                       জোড়া  ভারে   অসহায়
                    শিশু মতো অতি দীন             কণ্ঠ রুদ্ধ ক্ষীণ
অসহায় একা একা                 কড়ি কাঠ গুনে থাকা
                   তৃষ্ঞার জল কথা     ক্ষুধার পাত্র ফাঁকা.


শিশু আজ নওজোয়ান          সাবলীল বলীয়ান
                 সোনা ভরা সংসার       রূপসিনী বধূ তার
তার আছে খোকা খুকু            ছোট শিশু এতটুকু
         ওরাও যে বড়ো হবে     মার্ দুঃখ কে বা লবে
                        পৃথিবীতে যত শিশু  বুদ্ধ কৃষ্ণ   যীশু
বালকের পিতা তোরা            বুক মমতায় ভরা
                দিসনেরে অবহেলা      মা বাপের বুড়োবেলা,
তারাও যে শিশু হায়     সযতনে রেখো তায় .