মায়ের কথা
সুদীপ সিনহা
মায়ের কথা, বড়ই সহজ সরল,
কতই যেন ,সহজ কথা ‘মা’।
কেবল মা’ই, বুঝতে ওগো  পারে,
কোথায় বিষাদ, কোথায় যন্ত্রনা।


মা হওয়া নয়, গর্ভধারন
মা হওয়া নয় ,কেবল শাসন।
মা হওয়া নয় ,মাথার ওপর
বসতে পাবার, শ্রদ্ধা আসন।


মা' নামেতেই , লুকিয়ে আছে
দায়িত্ব আর স্বপ্নপুরান।
মায়ের স্নেহের ,আঁচল সদাই,
সন্তানদের, ইচ্ছে উড়ান ।


মা মানে সব, মেনে নেওয়া
মা মানে সব, বিচার।
মা মানে সব, শিখিয়ে দেওয়া
স্নেহের শিষ্ট আচার।


মা' নাম  তাই অনেক সহজ ,
অনেক - সাবলিল।
মায়ের স্নেহ, আদর, শাসন
গভীর-অন্তনীল।