নিমন্ত্রণ
সুদীপ সিনহা
      আসবে তুমি আমার বাড়ি!
   আসবে আমার কাছে।
নইলে কিন্তু ,করব আড়ি,
যে যা বলুক পাছে।


আমার বাড়ি অনেক দূরে
  শহর থেকে ছেড়ে।
    পেরিয়ে নদী ,মাঠটি ঘুরে,
     কাশ উঠেছে বেড়ে।


     মেঠো পথের ধুলো মেখো,
   সবুজ ঘাসে ঘাসে,
   হালকা চালে চরণ রেখো,
মেঠো ফুলের বাসে।


হেথায় রাখাল গরু চরায়,
   পাখ পাখালী ডাকে।
    বাঁশির সুরে মনটা হারায়,
    তাল তমালের ফাঁকে।


     গাঁয়ের বধূর শাঁখের ধ্বনি,
    সন্ধে আনে ডেকে।
  বাড়ি ফেরার আগমনী,
সোহাগ সুরে এঁকে।


রাত্রি নামে ,যাত্রী যেন,
  তারার কথামালা।
      চাঁদের দুয়ার রোজ নিকানো,
        হাজার স্বপ্ন ঢালা।


       নিশুত রাতে ডাকে শেয়াল,
    পেঁচা ইঁদুর ধরে।
   ত্রস্ত ঝিঁ ঝিঁ ধরে খেয়াল,
মনটা কেমন করে।


রাত ঘনালে স্বপ্ন আসে,
    শিশির বুঝি ঝরে।
      শিউলি ফুলের বাসে বাসে,
       মনটা সুধায় ভরে।


       এসো বন্ধু আমার কাছে
     সুখতারাটির সাথে।
    মৌমাছিদের আর ফুলতো আছে,
পথ দেখাবে প্রাতে।


ভোরের আলোয় সুবাস মেখো,
   নতুন ফুলের দলে।
      মঙ্গল গান কন্ঠে রেখো,
         আনন্দে উচ্ছলে।
মেছেদা।।22/08/18