ঐ যে আমার আকাশ
                 সুদীপ সিনহা
ওই যে দূরে    আকাশ পুরে,
                 মেঘের তলে,   দোদুল দোলে,
বাঁশির সুরে,  ভাসছে ঘুরে,
                কান্না ছলে,  বৃষ্টি জলে।


বৃষ্টি কোথায়, মেঘের মাথায়,
                মিশে আছে,বুকের কাছে।
ভেসে বেড়ায়,দৃষ্টি এড়ায়,
                   ঐতো নাচে,স্বপ্ন যাচে।


রবির আলো,মাখছে ভালো,
               রামধনু তে,রঙিন ফিতে।
নিশার কালো ,ঝলমলালো,
                 বর্ষাতে বা দারুন শীতে।


যত ভাবি,সুখের চাবি,
              আকাশ কোনে, কেমনে বোনে?
সুখের স্রোতে এসো নাবি,একটু ভাবি,
             হারিয়ে যাবো, নতুন সুখের অন্বেষণে,আপন মনে।


তুমিও এসো ,ভালোবেসো,
                  আকাশ মাঝে,সকাল সাঁঝে,
মেঘের সাথে একটু ভেসো, একটু হেসো,
                  বুকের দুয়ার ,সুখের কাছে,এখনো কি বন্ধ আছে ?
নন্দকুমার।।13/02/19