প্রেম যে কেমন
সুদীপ সিনহা
প্রেম যে কেমন খুঁজেছ কি
প্রেমের মানে বুঝেছো কি?
প্রেমের শব্দ শুনেছো কি,
বিরহে দিন গুনেছো কি?
প্রেমের জন্য কেঁদেছো কি,
প্রেমের বাঁধন বেঁধেছো কি?
প্রেমের আসন কোথায় জানো,
প্রেম যে কেমন, তুমি মানো?
প্রেম কি কেবল খেলে চলা?
প্রেম কি সাজিয়ে, কথা বলা?
প্রেম কি আগুন, মনের মাঝে,
প্রেম কি দেখা, সকাল সাঁঝে?
প্রেম কি তুমি ,প্রেম কি আমি?
প্রেম কি বিয়ে, স্ত্রী ও স্বামী?
প্রেম কি ছেলে ,প্রেম কি মেয়ে?
প্রেম কি মাঝি দাঁড়ি বেয়ে?
প্রেম কি আকাশ বাতাস বয়ে ?
প্রেম কি সাঁঝের,প্রদীপ হয়ে?
প্রেম কি তাসের ঘরের মতো,
প্রেম কি গহীন বুকের ক্ষত?
প্রেম কি শুধুই শরীর জুড়ে,
প্রেম কি ক্ষুধা, বুকে মুড়ে।
প্রেম কি ভরা, যৌবনেতে
প্রেম কি আদিম, লীলায় মেতে।
প্রেম টি কেমন, প্রেমিক প্রবর?
সরম নাকি, গরম খবর।
প্রেম যে কেমন, প্রেমিকা মোর?
নিলাজ নাকি, লজ্জা মুখর।
প্রেমের আসন, দিকে দিকে.
চরণ ধুলায়, বঁধুর বুকে।
প্রেম যে সুধা ,প্রভুর টানে
প্রেম যে আশীষ, জীবন গানে।
প্রেম যে শিশু, কিশোর দুলাল
প্রেম যে আমার ,ব্রজের রাখাল।
প্রেম যে রাধার ,চিকন কালা,
প্রেম যে বাঁশি, সুরের মালা।
প্রেম যে আমার, যিহোবা যীশু,
প্রেম যে বুদ্ধ ,মানব শিশু।
প্রেমে মাতায়, গৌর নিতাই,
পদাবলীর ,পাতায় পাতায়।
প্রেম যে আমার, মোহম্মদএ
মন্দির কি, মসজিদেতে।
প্রেম যে আমার, জগৎ সুধা
প্রেম যে মিটায়, সকল ক্ষুধা।
প্রেম যে সত্য, প্রেম যে বাণী
ছড়াও প্রেমের, ব্যাখ্যা খানি।
প্রেমের পায়ে, পূজা করি,
প্রেমের ছোঁয়ার, হৃদয় ভরি।
-----/ভোগপুর/-----31.07.17