(জয় গুরু
পরম দয়াল ঠাকুর কে নিয়ে লিখতে চেষ্টা করলাম, ধৃষ্টতা মার্জনা করবেন।)


প্রিয় ঠাকুর
           সুদীপ সিনহা
তোমার পরশে জীবন আমার,
তোমার পরশে চলা।
অন্ধ তমসা, ঊষা উপহার,
হাসি ,গান,কথা বলা।


তোমার বলায়, বচন আমার,
তোমার পথেই যাওয়া।
তব অনুভূতি, অমৃত আচার,
তব প্রেম আবহাওয়া।


যাহা কিছু মম, সকলি তোমার,
কর্ম লিপিকা সূচি।
হে নিরুপম, সুখ সমাচার,
তুমি সত্যেতে রুচি।


হে প্রিয় দয়াল,তব প্রেম গান,
তব বাণী যত শুনি।
ঘোচে লোভ পাপ',ঋতু অবসান,
মন হয়ে ওঠে গুণী।


জীবনে যখন ,সঙ্কট ক্ষণ,
উচাটন মন,দেহ।
বিপুল যোজন,ক্রুদ্ধ লগন,
রক্ষীবে বল কেহ।


তব প্রেম সুধা,তখনি সহসা,
প্রসারিত আসে প্রাণে।
মেটে সব ক্ষুধা,আসে যে ভরসা,
কৃপাময় সুরে তানে।


ওগো,প্রেমময়,প্রাণের ঠাকুর,
ওগো,আগতির গতি।
এসো হে চিত্তে,স্বপন মুকুর,
তুমি যে জীবন নদী।


জীবন ধারায়, হারাই যখন,
দাঁড়াই তোমার দ্বারে।
তুমি জীবনের যত প্রয়োজন,
তুমি ছাড়া পাব কারে?


কাল স্রোতে ভেসে,করি যত ভুল,
ক্ষনের উত্তেজনে।
হাত ধরো এসে,প্রভু অনুকূল,
ক্ষমা করো অভাজনে।


ভুলের পাহাড়ে পূর্ন এ প্রাণ,
কেমনে উজাড় করি।
হে ঠাকুর ,তব কৃপালোকে স্নান,
তব প্রেমে যেন মরি।