রাত
    সুদীপ সিনহা
রাত ,অনেক মায়াবী,
রাত, অনেক রহস্যময়।
আহ্নিক গতির সহজ হিসেবে রাতকে দেখলে হবে না।
রাত একটি নারী,
রাত প্রতিদিন বালিকা থেকে যুবতী হয়,
প্রতিদিন যৌবন নিয়ে খেলা করে।
বিরহে কাঁদে,আনন্দে নাচে।
রাত, সত্যিই রহস্যময়।
সহজ চোখে রাতের রূপ বোঝা যায়না।
প্রেমের চোখে দেখলে,
বোঝা যায়,রাত নারী।
সর্ব সুলক্ষনা, সুন্দরী।
রাত তোমাকে শান্তি দেয়,
তোমার মনের কথা শোনে।
তোমাকে গরমে ছটফট করায়,
তোমাকে সুশীতল হাওয়ায় তুষ্ট করে।
বর্ষায় ভেজায়,নিজেও ভেজে।
রাত কখনো ব্যার্থ প্রেমিক,ভগ্ন হৃদয়।
কখনো মিলনে আকুল,
মগ্ন সময়।
রাত ক্রমে, ক্রমে যুবতী হয়,
ক্রমে, আরও রহস্যময়।
কখনো ডিমলাইটে, কখনো জোছনায়।
14/05/19 সোলাট