রতন বাবুর অর্কেস্টা
সুদীপ সিনহা
রতন বাবুর সাতটি গরু ,সাতটি ছাগল,
আটটি মোরগ,হাঁসের সংখ্যা গন্ডা দুয়েক।
আমি ওনার পাশেই থাকি,বন্ধ আগল,
দরজা খুললে, পায়রা ওনার হামলে আসে,গুটি কয়েক।
গন্ধে গন্ধে গন্ধ মাতন,ওনার নধর,
কালো বরণ,চিকন দেহ,বাস্ত সদাই।
সকাল বিকাল ত্রস্ত,তবু স্মিত অধর,
হাসি মুখে বলছে যেন,বল কি চাই।


ছাগল গুলো ,উঁকি মারে, আমার ক্ষেতে,
গরু গুলো,দেখিয়ে সাহস ,ভাঙে বেড়া।
মোরগ গুলো লড়াই করে,আনন্দেতে,
আজকে দেখি,গাছ খেয়েছে ,চারটে ভেড়া।


কি করি আর ,ভেবে না পাই,বল দেখি,
সকাল থেকেই, গান ধরেছে চারটে গাধা।
মোরগ গুলোর ,গানের সাথে বলব সেকি,
কানের মধ্যে ,প্রবেশ করে লাগছে ধাঁধা।


হেঁকে বলি,ওহে রতন ,গানটা থামাও,
কানের মধ্যে, হচ্ছে ভীষন ,ঝালাপালা।
রতন বলে ,দোষ দিচ্ছেন এগ্গে বাবু,কেন আমায়,
এযে আপনের, ডি জে গানের কথামালা।


ভালো গান আর ,চাইছে না কেউ,
খুঁজছে সবাই ডি জে।
গাধার সাথে কুকুরের ভেউ,
পাবেন হেথায় খুঁজে।


পবন বাবুর অর্কেস্টার নতুন গড়া দল,
কষ্ট করে শুনতে এসো, নাচো খানিক দেখে।
হরেক রকম আওয়াজ,আর শব্দ ই সম্বল।
চমকে গেলে পিলে,তখন কানটি ফেল ঢেকে।
05/03/19 নন্দকুমার