রঙের খেলা
     সুদীপ সিনহা
রঙে রঙে মাতলো আকাশ,
মাতলো নদী, মাতলো মন।
দোলের রঙে ,দুলছে বাতাস,
মাতাল সূর্য্য, মাতাল বন।


আনন্দে আজ,হারিয়ে চলি,
ছাড়িয়ে,সকল তুচ্ছ মান।
আলিঙ্গনে জড়িয়ে বলি,
ধরনা বঁধু ,হোলির গান।


মনের সকল, বাসনা আজ,
রঙিন করে,মেল ডানা।
যা ভুলে আজ,সব গৃহ কাজ,
না রাঙিয়ে ছাড়ব না।


উছলে পড়ে, নীল ভ্রমরে,
নীলাঞ্জনার,নীল খোঁপায়।
পিচকারীতে ,শ্রাবণ ঝরে,
নাই কোনো লাজ,আজ গো হায়।


এসেছে আজ মধুর হোলি,
খেলব সাতটি রঙ মেখে।
হোলির গানে যাই উচ্ছলি,
বুরা না মানো, হোলি হ্যা।।
রাধামনি।।20/03/19