একের পর এক কাটে দিন,
ক্লান্তি হীন অমানিশা,পূর্ণ চন্দ্র ঘিরে।
কখনো নিরাশ মেঘ,কখনো রঙিন,
জীবনের কথা বলি,মেঘ বৃষ্টিটিরে।


শুধু এই ক্যালেন্ডারে রাখি চোখ,
একটার পর এক,দিন গুনে যাই।
দিনগুলো যেন গুহা,তাকাই অপলক,
কি করে হয়ে যাই বুঁদ, খুঁজে মরি তাই।


দানা ঝাপটিয়ে,শুধু শুধু উড়ে চলা,
গুহার ভেতর ছিল ,কিছুটা আঁধার।
ছিল হোয়াটস আপ,আর ফেসবুক জুড়ে খেলা,
কিছুটা দাঁড়িয়ে থাকা, কিছুটা সাঁতার।


চেয়ে গেছি,সবকিছু তার মনের আঁধারে,
যা নেই,তা হবেনা আমার।
যা রয়েছে আমার,ভুলে গেছি তারে,
সময়ের খোপ দিল তাই,ক্লান্তির সমাহার।


তবু মনে হয়, কেন যেন বারে, বারে,
সময়ের এই খাঁচা, আছে পড়ে।
আমি ফেলে গেছি,শুধু মোর ডানাটিরে,
আদর খাচ্ছি খুব,নতুন খাঁচাটির ঘরে।


সোলাট।।08/03/19