সাত কবিতার মালা
সুদীপ সিনহা
   এক কবিতা ,দুই কবিতা, সাত কবিতার মালা
কাটা কুটি অনেক আখর ,বুকে আগুন জ্বালা।
প্রেম বিরহ ,কান্না হাঁসি,বিপ্লবীদের গানে
সাত কবিতার ভাঁড়ার আমার ,অনেক অভিমানে।


এক কবিতা ,দুই কবিতা, সাত কবিতার মালা
রিম ঝিম ঝিম বৃষ্টি ধারায় সন্ধে প্রদীপ জ্বালা।
একলা বসে অন্ধকারে,বৃষ্টি বাদল সাঁজে,
এই কবিতা দিচ্ছে ছোঁয়া, বুকের গোপন খাঁজে।


এক কবিতা ,দুই কবিতা , সাত কবিতার মালা
দত্তপুকুর, বকুলতলা,বালিগঞ্জ আর টালা।
আমার জীবন গন্ডি দেওয়া ,দন্ডী কেটেই চলা,
এই কবিতা গোপন প্রেমের মিষ্টি ছলা কলা।


এক কবিতা ,দুই কবিতা, সাত কবিতার মালা
বুকের মধ্যে গীতবিতান কিংবা শকুন্তলা।
উঠোন জুড়ে ভরা শ্রাবন, প্লাবন আনে বয়ে,
এই কবিতা বাসছে ভালো দিব্বি রয়ে সয়ে।


এক কবিতা ,দুই কবিতা, সাত কবিতার মালা,
জোৎস্না রাতে মাদল হাতে গানের কথামালা।
ভাঙা ঘরেই বাসর রচি, আসর জমাই খুব
এই কবিতা তোমার বুকেই আজকে দেব ডুব।


এক কবিতা ,দুই কবিতা, সাত কবিতার মালা
মালকোষে বা বেহাগ রাগে আজকে ভুবন আলা।
কি পেয়েছি,কি দিয়েছি হিসাব এখন রাখি
ও কবিতা তোমায় আরও ভালোবাসা বাকি।


এক কবিতা ,দুই কবিতা ,সাত কবিতার মালা
তোমার জন্য বাঁচা আমার, মৃত্য বরণ ডালা।
তুমিই আমার জীবন মরন তুমিই আমার আলো।
প্রেমের ছোঁয়ায় চুমুর ছোঁয়ায়, সুধামৃত ঢালো।
31/10/17 হলদিয়া। ।।।।