শিক্ষক দিবস
।।।।সুদীপ সিনহা।।।
হে মহাজীবন, আজি অন্তর- মাঝে,
তোমারই চেতনা ,তোমারই শিক্ষা বাজে।
অন্তর হতে উচ্ছসিয়া,
জাগিছে তোমার বিরাট হিয়া।
তোমারই স্মৃতি ,হৃদয়ের   অনুরাগে,
চির অমলিন ,চির সুভাষিত জাগে।


তোমারই অমল, জ্ঞানের আলোকে,
অজ্ঞানতার কালো।
চিরতরে আজি চোখের পলকে,
সুকুমার ঝলোমলো।
জ্ঞানের আলোকে,মনের আলোকে,
ভালোবেসে, স্নেহে প্রেমে,
ঘুচালে বিভেদ,যন্ত্রনা ক্ষেদ,
হৃদয়ের মাঝে নেমে।
জ্ঞানের শিক্ষা,মানের শিক্ষা,
মানবিক বোধে প্রাণে,
পিতা ও মাতার স্থান জুড়ে আছো,
সুখে,দুখে ,অভিমানে।
আপনি আচরি, শিখালে আচার,
সকলের তরে,সমান বিচার।
তুমি যে নিত্য,বিপুল চিত্ত,শিক্ষার অঙ্গনে,
পথ দেখিয়েছো, সঙ্গী হয়েছো,
মানবিক দর্শনে।


নমি নমি এইদিবস যাপন 5ই সেপ্টেম্বর এ,
রাধাকৃষ্ণন সর্বপল্লী জন্ম দিবসেরে।
শিক্ষা প্রসারে জীবন কাটিল,
জ্বালিলে জ্ঞানের প্রভা।
হে মহাজীবন, তোমার বাণী,
হৃদয়েতে মনোলোভা।
শপথ নিলাম,জ্বালাবো আলোক,
ছড়াবো আলোক শিখা,
তোমার শিক্ষা,হৃদয় বিতানে,
বর্ণমালায় লিখা।
।।।।04/09/21।।।।।