তারাদের কথা
সুদীপ সিনহা
আকাশের কানে কানে  মেঘেদের দলে,
কিছু তারা মিটিমিটি,আলো দিয়ে চলে।
কত শত মালা যেন,বিনি সুতো খুলে,
রাতবুড়ি, মেঘপরি,পরে নিলো চুলে।
ঝিকমিক করে তারা,সারারাত জ্বলে,
কখনো বা একা থাকে,কভু দলে দলে।
কারো মুখে জিজ্ঞাসা,কেউ ধনু ধরে।
কোথা বসে,সাত ঋষি,উপাসনা করে।
মেঘেদের আড়ালেতে, লুকোচুরি খেলা।
সারারাত অনিবার,তারাদের মেলা।
কেউ বেশি উজ্জ্বল,কেউ দেখ টিমটিম,
কেউ কাছে ,কেউ দূরে,নিয়ে দেখ দূরবীন।
আকাশের নকশায়,কত কথা লেখা রয়,
নিশিরাতে শুনেছো কি,তারারাও কথা কয়।
06/05/19