ঠাকুর রামকৃষ্ণ
      সুদীপ সিনহা
একাধারে তুমি কৃষ্ণ, একাধারে রাম,
জয়তু হে রামকৃষ্ণ, তোমায় প্রণাম।
জীব রূপে ,শিব সেবা শিখাইলে তুমি,
হে সরল প্রেমময়,তব পদ চুমি।

তোমার ভকতি বারী সদা জাগে মনে,
মাতৃ মুরতি ধরি,ঘুমে,জাগরণে।
ওগো প্রভু শ্রীচরনে জানাই প্রণাম,
তব ভক্তি,শতদলে,পুন্য ইহধাম।

প্রভু শ্রী রামকৃষ্ণ, আমার ঈশ্বর,
তোমা বিনা,এ দেহ,চেতনা নশ্বর।
তুমি আছো,তাই আছে,চেতনার আলো,
শ্যামা মার,কালো রূপে ,জগৎ আলো।

যেই কৃষ্ণ,সেই কালি,তুমি শিখাইলে,
যে পথেই ডাকো তারে,সেই পথে মিলে।
ভক্ত উদ্ধারিলে প্রভু, নিজে ছোট হলে,
পতিত পাবন তুমি,নমি পদতলে।

তব কথামৃত ধন,অমৃত সমান,
যেই পড়ে মহাপুণ্য, করে অবধান।
তব পদে প্ৰণমিয়া, চলি সর্ব কাজে,
রামকৃষ্ণ, হৃদি মাঝে,সদাই বিরাজে।