তোমার জন্য
সুদীপ সিনহা
তোমার জন্য, মন কেমনের বিকাল বেলা।
খুঁজছি তোমায় ,একি তোমার, জানলা খোলা।
দোহাই তোমার ,একবারটি দাওনা দেখা।
তোমার জন্য, দাঁড়িয়ে পায়ে ঝিঁঝিঁ ডাকা।


ঐতো তুমি ,শুনছো নাকি ,পর্দা ছোঁয়া
আমার প্রতি,দর্শনে কি, হবে দয়া।
বারান্দাতে, ঐতো তোমার পায়ের ধ্বনি,
আমার মনে ,মহালয়ার আগমনী।


চায়ের কাপটি হাতে তুলি, ঐতো এলে
আমার মনে হাজার ঝড়ের তুফান তুলে।
মিস্টি তোমার কপাল চিবুক অধর ওষ্ঠ,
বুকের ভেতর চমকে ওঠে, কেমন কষ্ট।


চায়ের কাপে ,মৃদু মৃদু, উঠছে ধোঁয়া,
লাল কিনারায় তোমার ঠোঁটের আলতো ছোঁয়া।
লাগছে যেন, আমার দু গাল।
কাঁপছি আমি, লজ্জায় লাল।


হালকা হওয়ায়, উড়ছে তোমার ওড়না খানি।
চুল গুলো যে রেশমি কতো, কি বা জানি।
হালকা আলোয়, দেখছি তোমায়, বাসছি ভালো।
চাঁপার বরণ কি রূপ তোমার, আগুন জ্বালো।


নিঠুর তুমি আপন মনে, ভাবছো কি যে,
আমি হেথায় কখন থেকে, বৃষ্টি ভিজে।
ওমা! সত্যি বৃষ্টি এলো,আকাশ জুড়ে,
ঝাপটা হাওয়া, জাপটে ধরে- আদর করে।


ওকি, তুমি দুহাত তুলে বৃষ্টি ভেজা,
হাসছো একি ,আনন্দেতে ভীষণ তাজা।
বৃষ্টি ভেজা তোমার হাসি ,নৃত্য তোমার,
আনন্দ আর শিহরণে মেঘ-মল্লার।


বৃষ্টি ভিজছি, দেখছি তোমায় নিচের থেকে,
নিচের পানে, কখন তোমার দৃষ্টি ঠেকে।
জানি হয়তো আর কোনো দিন, বৃষ্টি ভিজেই
আনন্দেতে আমার কাছে, আসবে নিজেই।


সেই দিনটার স্বপ্ন দেখি, ভীষণ রকম,
আনন্দেতে বৃষ্টি ছায়ায়, ভীষণ জখম।
শ্রান্ত আমি শান্ত চোখে, দেখছি ঘুরে,
জানলা থেকে কখন তুমি, অনেক দূরে।


আজও একলা বৃষ্টি ভিজি, আগের মতন,
বুকের ভিতর ইচ্ছেগুলো, করি যতন।
আজও তেমনি জানলা খোলা, বারান্দাতে,
আসোনা কই আগের মতন, নৃত্য গীতে।
---/--/নন্দকুমার------//--