তোমার সে গান
       সুদীপ সিনহা
মনে পড়ে সেদিন তোমায়, অনেক করে ধরেছিলাম
শুনবো কটি গানের কলি, তোমার   গলায় .
সারা দুপুর বসে বসে, অনেক   স্বপ্নে নেয়েছিলাম.
একটিও গান গাওনি তুমি আমার বলায়.


"গান কি অমন বললেই হয় ,গান আসেনা সকল সময় "
আমিও সেদিন এমনি পাগল ইচ্ছে ডানায়
বুকের মধ্যে উথাল পাথাল গোপন প্রলয় .
গান না শুনে নড়ব না এই প্রবোধ আনায়.

বাইরে তখন ডাকছে পাখি , পাতা ঝরা বন্ধ নাকি.
রিক্সাওলা দৌড়ে চলে ,ঠুং ঠুং ঠুং ঘন্টি দোলে .
ট্রেন এর উলু দূরের থেকে ,মনের ঘড়ি উঠছে ডাকি .
সব কিছুতেই সুরের ছোঁয়া শুধু তুমি চুপ কি বলে .


অধীর আমি তোমার পানে চেয়েই থাকি,
আমার জন্য তোমার গলা গাইবে নাকি !
ভীষণ ভাবে  তোমার দিকে   চাইতে  থাকি,
কেন আমায় অমন করে দিচ্ছ ফাঁকি .  


জানত না সে, গান যে সেদিন অন্য কোনও মনের জন্য
বাঁধা ছিল তোমার গলায়, তোমার বুকে .
বুকে আমার পথের চাপা, তোমার মনে মানুষ অন্য ,
আমার হৃদয় ছন্দ হারা অন্ধ  সুখে.


ফেরার পথে তোমায় নিয়ে তবুও আমি,
রিকশা চেপে ভীষণ  তাড়া সন্ধ্যা আনে.
সেদিন তোমার ভাঙা গলা বড্ডো দামি
তোমার দিকে তাকানো চোখ দেখেনা আর অন্য পানে .


গান শোনাবার আবদার টা বিনা গানেই হারিয়ে গেল ,  
আমি আজও অপেক্ষাতে তোমার গানের .
এমন আমার জেদের বহর কে যে দিলো ,
সব হারিয়েও তোমারি গান আমার প্রাণের,আমার প্রাণের .


...........................ভোগপুর ...................