ভালোবাসতাম তোমায় আমিও সেদিন,
অর্থ বোঝোনি,কোনোদিন কোনো ক্ষনে।
তোমার রূপের ,মুগ্ধ দহনে যেদিন,
মোহের মেলায়,মরে গেছি মনে মনে।


আমায় করোনি, বিশ্বাস কোনোদিন,
তাকাতে চাওনি,এ দুই,নয়ন কোনে।
তোমার যা কিছু,নিয়ে চলে গেছ লীন,
আমি পড়ে আছি,দুঃখের আবরনে।


শুধু বাহিরের ,অপরূপ রূপরেখা,
এই নিয়ে তুমি,অহংকারেতে রানী।
দেখোনি কখনো, জীবনের সীমারেখা,
অন্ত শুন্য ও আবরণ কতখানি।


ওহে তনুলতা,তোমার তনুর তরে,
নিজেকে দিয়েছি,যতেক যাতনা রাশি।
মিথ্যা তোমার,অভিনয় উপহারে,
অন্ধ হয়েছি,বলে গেছি ভালোবাসি।


বুঝিনি জীবন,এতখানি ছোটো নয়,
মিথ্যে মিথ্যে ,অভিনয় অনুভূতি।
বুঝিনি জীবন ,উপহার নিশ্চয়,
মহা আদর্শে,শুভ কাজে চাই গতি।


অন্ধ কামনা মত্ত মদিরে ভ্রমে,
তবু তবে পানে,নেশায় ছুটছি কত।
তুমি চলে গেছো,সরে সরে ক্রমে ক্রমে,
করেছো দহন, বুকে রেখে গেছো ক্ষত।


আজ এতদিনে,মনে আসে সব কথা,
রয়েছো আজিকে,কোন অজানার ঘরে।
ভালোবাসা তবু,কেন আনে ব্যাকুলতা,
এত আশা লাগে,তোমাকে দেখার তরে।
মুকুন্দপুর//04/03/19