ওরে ভাই শোনো শোনো
ফিরে এসো এদিকে
চোখ খান জুলু জুলু
ইতি উতি দেখো যে।


ভয়ে গলা কাঠ বুঝি
গাঁট করে টন টন,
লজ্জায় ক্লান্তিতে
মাথা করে বনবন।


শিহরনে গলা কাঁপে
পায়ে থরথরে টান,
গা গতরে শত ব্যাথা
নিঃসাড়ে অভিমান।


কেন গলা মিইয়ে
ফিসফিস আওয়াজে,
শব্দের তন্ত্রিটা
ভিজে কোন মেজাজে।


ওরে ভাই ভয় বুঝি,
রাস্তার আলোতে,
ভয় বুঝি বেছে চলা,
মন্দ কি ভালোতে।


পথ চলা ভুলে বুঝি,
কান্নার তোলো রোল।
বড় বড় চোখ দেখে,
ফোটে নাকো মুখে বোল।


ঠক ঠকে পা দুটোকে,
ধর ভাই জাপটে,
নড়বড়ে খুঁটি টাও,
রাখো মাটি সাপটে।


ও বুকের হাপরেতে,
হাওয়া ভর জোরদার,
ভয় ভীতি সব রেখে,
জয় হোক হর বার।