চারপাশটায় ঝিম ধরা নিঝুম-নির্জন পরিবেশ,-
হেমন্তের ঝিরঝিরে ঠাণ্ডা বাতাস;
হালকা কুয়াশা মিশে-
রাতের অন্ধকার হয়েছে আরো ঘনীভূত ;
আবিল অন্ধকার একটি দীর্ঘ ও নীরব রাস্তায়
আমি একা হাঁটছি,
অন্ধকার বেয়ে-বেয়ে যতো অগ্রসর হতে যাচ্ছি  -
অন্ধকার ততই আরো দৃঢ় ও প্রগাঢ় হয়ে উঠছে!
আমি বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি,-
এবং উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে চেষ্টা করছি ,-
বোবা পাথর আর শুকনো পাতার উপরে দিয়ে;
কিন্তু,আমি অনুভব করলাম কেউ আমার পিছনে হাঁটছে -
আমি থেমে গেলে- সে-ও থেমে যাচ্ছে!
যদি আমি দৌড়াই, সে-ও দৌড়ায়
আমি পিছনে ঘুরে দাঁড়ালাম, -কোথাও কেউ নেই!


রচনাঃ২২-১১-২০২২ খ্রিস্টাব্দ
   নবাবরোড,সিলেট।