একটি বিষন্ন সন্ধ্যা
প্রগাঢ় অন্ধকার নেমে এসেছে পৃথিবীর এই ভূখণ্ডে
আমার সমস্ত সত্তা আজ আঁধারে প্লাবিত হচ্ছে!


প্রিয়তমা, তোমার উদ্যত কালো হাত
করবস্থানের একটি দীর্ঘ প্রাচীরের মতো আমাকে ঘিরে আছে ;
এবং তোমার পোষা ভুতেরদল
অন্ধকারের কালো ছায়ায় ধোঁয়ার মতো উড়ছে আমার চতুর্দিকে
ঘুরে-ঘুরে আমাকে ভয় দেখাচ্ছে!


অথচ অন্ধকার কিংবা ভূত
আমি কোন কিছুতেই এখন আর ভয় পাইনা!
বরং তোমার পোষা ভূতেদের ভীড়ে, -
একাকী অন্ধকারে বসে-বসে তোমাকে নিয়ে
একটি কবিতা লিখেছি,
তোমার স্বেচ্ছাচারিতা, তোমার নৃশংতা
এবং তোমার দুর্বিনীত দুর্নীতির কথা।


অবশ্য তোমার ভয়ে কবিতাটি মুদ্রণ করতে অসম্মত
সকল বিখ্যাত সাহিত্য পত্রিকার সম্পাদকগণ ;


অতঃপর আমি  
স্বাধীন আকশে উড্ডীন একটি মুক্ত বিহঙ্গের ঠোঁটে
কবিতাটি ছুড়ে দিলাম-
সে-ও  তুলে নেয়নি তার শৈল্পিক ঠোঁটে গুলিবিদ্ধ হওয়ার শঙ্কায়!


কিন্তু এই ভূখণ্ডের অধিবাসীরা এসবের কিছুই জানেনা
এরা সবাই পর্নোগ্রাফি দেখতে ব্যস্ত!


(বি: দ্র: প্রথম প্রকাশ দৈনিক জনকন্ঠ ২৩-০৬-২০২৩ খ্রিস্টাব্দে।)